শত্রুরা শিয়া-সুন্নি মুসলমানদের ঐক্যকে টার্গেট করেছে: আফগান প্রেসিডেন্ট
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, শত্রুরা মুসলমানদের ঐক্যকে টার্গেট করেছে, শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ঐক্য বিনষ্ট করার ষড়যন্ত্র চালাচ্ছে। শিয়া মুসলমানদের বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবেলায় সোচ্চার ভূমিকা পালনের আশ্বাস দেন তিনি।
আজ (মঙ্গলবার) আশুরা উপলক্ষে শিয়া-সুন্নি মুসলমানের উপস্থিতিতে এক অনুষ্ঠানে আশরাফ গনি এ আশ্বাস দেন। এ অনুষ্ঠানে আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহও উপস্থিত ছিলেন।
আফগান প্রেসিডেন্ট বলেন, শত্রুরা নানা ধরনের অপরাধযজ্ঞ চালিয়ে জাতীয় ঐক্য বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু আফগানিস্তানের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, তারা শিয়া মুসলমানদের মসজিদে গিয়ে একাত্মতা ঘোষণা করেছেন এবং একসঙ্গে জামাতে নামাজ পড়েছেন। এর মাধ্যমে তারা এই বার্তাই দিচ্ছেন যে, শিয়া-সুন্নি সবাই ঐক্যবদ্ধ। তিনি বলেন, ইমাম হোসেন ছিলেন ঐক্যের প্রতীক।
আফগান প্রেসিডেন্ট বলেন, ইমাম হোসেন (আ.) কারবালায় আশুরার দিনেও ব্যাপক বিশৃংখলার মধ্যেই জোহরের নামাজ আদায় করেছেন এবং ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছেন। আশরাফ গনি বলেন, ইমাম হোসেন (আ.)'র সংগ্রাম একটি আদর্শ, সবার জন্য আলোকবর্তিকা এবং স্বাধীনতা ও মুক্তির ক্ষেত্রে সব প্রজন্ম ও সব যুগের জন্য তিনি হলেন মহান এক শিক্ষক।#
পার্সটুডে/এসএ/১০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন