আংশিক বাণিজ্য চুক্তির কাছাকাছি আমেরিকা-চীন
(last modified Sat, 26 Oct 2019 12:37:40 GMT )
অক্টোবর ২৬, ২০১৯ ১৮:৩৭ Asia/Dhaka
  • চীন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ
    চীন-আমেরিকা বাণিজ্য যুদ্ধ

আমেরিকা এবং চীন জানিয়েছে, তারা আংশিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার কাছাকাছি অবস্থায় পৌঁছেছে। দেশ দুটির উচ্চ পর্যায়ে টেলিফোন সংলাপের পর এই সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন এবং বেইজিং।

গতকাল (শুক্রবার) আমেরিকার বাণিজ্য দপ্তরের কয়েকজন প্রতিনিধি জানিয়েছেন, কয়েকটি সুনির্দিষ্ট  ইস্যুতে দু'পক্ষের মধ্যে আলোচনার পর আংশিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার অবস্থা তৈরি হয়। মার্কিন বিবৃতিতে বলা হয়েছে, দু'পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

এদিকে, আজ (শনিবার) সকালে চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং নিশ্চিত করছে যে, বাণিজ্য চুক্তির কিছু অংশ নিয়ে ওয়াশিংটন এবং বেজিংয়ের মধ্যে আলোচনা হয়েছে এবং তার ভিত্তিতে আংশিক চুক্তি চূড়ান্ত করার অবস্থায় পৌঁছেছে। চীনের সঙ্গে আমেরিকার বাণিজ্য যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকার কৃষকেরা প্রচণ্ড রকমের ঝুঁকির মুখে পড়েছিল এবং কৃষিপণ্যগুলো আলোচনার প্রধান বিষয়বস্তু হিসেবে পরিগণিত হচ্ছে বলে জানা গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আশা করছেন আগামী মাসে চিলিতে চীনের প্রেসিডেন্টের সঙ্গে শীর্ষ বৈঠকে বাণিজ্য চুক্তির একটি অংশ চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে।#

পার্সটুডে/এসআইবি/২৫