মসজিদুল আকসা রক্ষায় সব মুসলিম দেশকে দৃঢ় অবস্থান নিতে হবে
https://parstoday.ir/bn/news/world-i75320-মসজিদুল_আকসা_রক্ষায়_সব_মুসলিম_দেশকে_দৃঢ়_অবস্থান_নিতে_হবে
ইরানের রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন শেষ হয়েছে। শনিবার রাতে সম্মেলনের সমাপনী বিবৃতিতে মুসলমানদের প্রথম ক্বেবলা মসজিদুল আকসা রক্ষার ওপর সর্বাত্মক গুরুত্ব দেওয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৭, ২০১৯ ১৯:১৩ Asia/Dhaka
  • ইসলামি ঐক্য সম্মেলন
    ইসলামি ঐক্য সম্মেলন

ইরানের রাজধানী তেহরানে ৩৩তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলন শেষ হয়েছে। শনিবার রাতে সম্মেলনের সমাপনী বিবৃতিতে মুসলমানদের প্রথম ক্বেবলা মসজিদুল আকসা রক্ষার ওপর সর্বাত্মক গুরুত্ব দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, মসজিদুল আকসা গোটা বিশ্বের মুসলমানদের পবিত্র স্থান। এই মসজিদে হামলা ও অবমাননার বিরুদ্ধে সব মুসলিম দেশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেয়া উচিৎ। বিবৃতিতে আরও বলা হয়েছে, মসজিদুল আকসায় হামলার ঘটনাটি মুসলমানদের পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে বিপজ্জনক ষড়যন্ত্রেরই অংশ। এ বিষয়ে এখনই সবাইকে সোচ্চার হতে হবে এবং দৃঢ় অবস্থান গ্রহণ করতে হবে।  

একইসঙ্গে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানানো হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারীরা বলেছেন, ফিলিস্তিনিরা ইসরাইলি আগ্রাসনের জবাব দেওয়ার অধিকার রাখে। তারা গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহারেরও জানিয়েছেন।

সম্মেলেনের সমাপনী বিবৃতিতে ইসলামি প্রতিরোধ আন্দোলন, মসজিদুল আকসা এবং ফিলিস্তিনিদের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার প্রশংসা এবং ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা জানানো হয়।

'মসজিদুল আকসা রক্ষায় মুসলমানদের ঐক্য'-এই স্লোগানকে সামনে রেখে তেহরানে গত শুক্রবার থেকে ইসলামি ঐক্য সম্মেলন শুরু হয়ে তা শনিবার রাত পর্যন্ত চলে। এতে বিশ্বের ৯০টি দেশের ৪০০ জন ইসলামি চিন্তাবিদ ও আলেম অংশ নেন।#

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।