হিটলারের বাড়িতে পুলিশ ফাঁড়ি হবে: অস্ট্রিয়া
(last modified Wed, 20 Nov 2019 09:03:10 GMT )
নভেম্বর ২০, ২০১৯ ১৫:০৩ Asia/Dhaka
  • অস্ট্রিয়ায় হিটলারের বাড়ি
    অস্ট্রিয়ায় হিটলারের বাড়ি

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এডলফ হিটলার যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন সেখানে পুলিশ ফাঁড়ি করা হবে। দীর্ঘ কয়েক বছর বিতর্কের পর গতকাল (মঙ্গলবার) অস্ট্রিয়া সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এলো।

হিটলারের জন্মস্থান নব্য নাজিবাদীদের জন্য যাতে দর্শনীয় স্থানে পরিণত না হয় তা ঠেকাতে সরকার এই ব্যবস্থা নিচ্ছে। হিটলারের এই বাড়ি জার্মান সীমান্তবর্তী অস্ট্রিয়ার ব্রনাউ শহরে অবস্থিত।

অস্ট্রিয়া সরকার সিদ্ধান্ত‌ নিয়েছে যে, হিটলারের বাড়িটির সংস্কার এবং পূনঃনকশা করার জন্য স্থাপত্যবিদদের আমন্ত্রণ জানানো হবে তাদের পরিকল্পনা প্রণয়নের জন্য।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ওলফগ্যাং পেশচরণ বলেন, সাবেক এই বাড়িটিকে পুলিশ ফাঁড়ি হিসেবে ব্যবহার করা হবে এই কারণে যাতে নব্য নাজিবাদীদেরকে বার্তা দেয়া যায় যে, এ বাড়িটি আর কখনোই জাতীয় সমাজতন্ত্রীদের স্মৃতিবাহী স্থানে পরিণত হতে না পারে। তিনি জানান, চলতি মাসেই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে স্থাপত্যবিদদের আমন্ত্রণ জানানো হবে এবং একটি জুরি বোর্ডের মাধ্যমে বিজয়ী ব্যক্তিদের পরিকল্পনা গ্রহণ করা হবে।#

পার্সটুডে/এসআইবি/এআর/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।