সিপিইসি নিয়ে মার্কিন উদ্বেগ নাকচ করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i75457-সিপিইসি_নিয়ে_মার্কিন_উদ্বেগ_নাকচ_করল_পাকিস্তান
চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে আমেরিকা যে উদ্বেগ প্রকাশ করে আসছে তা নাকচ করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আজ (রোববার) মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বলেন, পাকিস্তানের অর্থনীতির ওপর সিপিইসি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমেরিকা যে দাবি করছে ইসলামাবাদ তা সুস্পষ্টভাবে নাকচ করছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৪, ২০১৯ ১৮:৫৫ Asia/Dhaka
  • পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি
    পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি

চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি নিয়ে আমেরিকা যে উদ্বেগ প্রকাশ করে আসছে তা নাকচ করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আজ (রোববার) মুলতানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বলেন, পাকিস্তানের অর্থনীতির ওপর সিপিইসি নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমেরিকা যে দাবি করছে ইসলামাবাদ তা সুস্পষ্টভাবে নাকচ করছে।

তিনি বলেন, “আমেরিকার পর্যবেক্ষণ ও বিশ্লেষণের সঙ্গে আমরা একমত নই। আমরা সুস্পষ্টভাবে বলেছি- সিপিইসি প্রকল্পের উদ্যোগ আমরা নিয়েছি এবং আমরা এর দ্বিতীয় পর্যায়ের কাজ বাস্তবায়নের পথে রয়েছি।”

শাহ মেহমুদ কোরেশি বলেন, এ প্রকল্পে চীনের যে ঋণ সেটি খুব বড় কোনো বোঝা নয় বরং এই বিশাল প্রকল্প পাকিস্তানের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। কোরেশি আরো বলেন, পাকিস্তানের মোট ঋণের পরিমাণ সাত হাজার ৪০০ কোটি ডলার যার মধ্যে সিপিসি’র জন্য ঋণ রয়েছে মাত্র ৪৯০ কোটি ডলার।

সিপিসি এই অঞ্চলের জন্য গেইম চেঞ্জার হবে বলেও তিনি মন্তব্য করেন। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাসহ এ অঞ্চলের কোনো দেশের জন্যই বিশেষ অর্থনৈতিক এই জোনে বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো বাধা নেই।#

পার্সটুডে/এসআইবি/২৪