৩৮ আরোহী নিয়ে চিলির সামরিক বিমান নিখোঁজ; গন্তব্য ছিল এন্টার্কটিকা
(last modified Tue, 10 Dec 2019 08:36:38 GMT )
ডিসেম্বর ১০, ২০১৯ ১৪:৩৬ Asia/Dhaka
  • সি-১৩০ হারকিউলেস বিমান
    সি-১৩০ হারকিউলেস বিমান

৩৮ জন আরোহী নিয়ে চিলির একটি সামরিক বিমান এন্টার্কটিকা যাওয়ার পথে নিখোঁজ হয়েছে। দেশটির বিমান বাহিনী বলেছে, গতকাল (সোমবার) স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটে পুনটা এরিনাস শহর থেকে বিমানটি ওড়ে এবং ছয়টার দিকে রাডারের সঙ্গে এর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে সেনাবাহিনী অ্যালার্ট জারি করে উদ্ধার অভিযান শুরু করে।

সি-১৩০ হারকিউলেস বিমানটিতে ১৭ ক্রু এবং ২১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিনজন বেসামরিক। বিমানটি এন্টার্কটিকার কিং জর্জ দ্বীপে চিলির একটি সামরিক ঘাঁটির জন্য রসদ সহায়তা নিয়ে যাচ্ছিল।

এ ঘটনার পর চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা টুইটারে বলেছেন, তিনি প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

চিলির বিমান বাহিনীর কর্মকর্তা জেনারেল ইদুয়ারো মসকুইরা জানিয়েছেন, এখনো বিমান থেকে কোনো সিগন্যাল পাওয়া যায় নি। তিনি বিমানের পাইলটকে খুবই অভিজ্ঞ হিসেবে উল্লেখ করে বলেন, সম্ভবত বিমানের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় তিনি জরুরি অবতরণে বাধ্য হয়েছেন।

এন্টার্কটিকার ১২ লাখ বর্গকিলোমিটার এলাকা চিলি নিয়ন্ত্রণ করে। চিলি নিয়ন্ত্রিত এলাকার সঙ্গে ব্রিটেন ও আর্জেন্টিনার সীমান্ত রয়েছে এবং দু দেশই চিলি নিয়ন্ত্রিত এলাকার মালিকানা দাবি করে থাকে। চিলি নিয়ন্ত্রিত এন্টার্কটিকার ভূখণ্ডে নয়টি সামরিক ঘাঁটি রয়েছে যা বিশ্বের যেকোনো দেশে চেয়ে বেশি।#

পার্সটুডে/এসআইবি/১০