লিবিয়ায় সেনা পাঠাতে প্রস্তুত তুরস্ক: এরদোগান
(last modified Tue, 10 Dec 2019 10:46:19 GMT )
ডিসেম্বর ১০, ২০১৯ ১৬:৪৬ Asia/Dhaka
  • এরদোগান
    এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান লিবিয়ায় সেনা পাঠাতে প্রস্তুতি ঘোষণা করেছেন। আজ (মঙ্গলবার) তুর্কি সরকারি টিভি চ্যানেল টিআরটি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দিয়েছেন।

এরদোগান আরও বলেছেন, লিবিয়ার বৈধ সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হলে সেদেশে তুর্কি সেনা মোতায়েন করা হবে।

তিনি আরও বলেন, লিবিয়ার বৈধ সরকার চাইলে আমরা সেখানে যাব। এ জন্য অন্য কোনো দেশের অনুমতির পরোয়ানা করবে না আঙ্কারা।

লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল-সিরাজ গত ২৭ নভেম্বর তুরস্ক সফর করেন। এ সময় দুই দেশের মধ্যে জ্বালানি, নিরাপত্তা ও সাগরে খনিজ সম্পদ অনুসন্ধান বিষয়ে সমঝোতা চুক্তি সই হয়। এই চুক্তির পর ভূমধ্যসাগরীয় দেশগুলো বিশেষকরে গ্রিস ও মিশর ক্ষুব্ধ হয়েছে।

গ্রিস বলছে, লিবিয়ার মাধ্যমে ভূমধ্যসাগরে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে তুরস্ক।#

পার্সটুডে/এসএ/১০   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ