লিবিয়ার রাজধানীর কাছে তুর্কি ড্রোন ভূপাতিত করার দাবি করল হাফতার বাহিনী
https://parstoday.ir/bn/news/world-i75937-লিবিয়ার_রাজধানীর_কাছে_তুর্কি_ড্রোন_ভূপাতিত_করার_দাবি_করল_হাফতার_বাহিনী
লিবিয়ার রাজধানী ত্রিপলির কাছে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে জেনারেল খালিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনী।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৯ ১৭:৫৬ Asia/Dhaka
  • জেনারেল খালিফা হাফতার
    জেনারেল খালিফা হাফতার

লিবিয়ার রাজধানী ত্রিপলির কাছে তুরস্কের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে জেনারেল খালিফা হাফতারের নেতৃত্বাধীন বাহিনী।

আল-আরাবিয়া টিভি চ্যানেল জানিয়েছে, জেনারেল হাফতারের বাহিনী রাজধানী ত্রিপলি দখলের জন্য অভিযান শুরু করবে বলে ঘোষণা দেওয়ার পর তুর্কি ড্রোন ধ্বংসের কথা জানা গেল। গতকাল (শুক্রবার) হাফতারের সেনারা জাতীয় ঐক্য সরকারের সেনাবাহিনীর কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল এবং তুর্কি অস্ত্র ধ্বংসের দাবি করেছে।

জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী ফায়েজ আল-সিরাজ বলেছেন, রাজধানী ত্রিপলির বিরুদ্ধে হাফতার বাহিনীর অভিযান শুরুর খবরের ভিত্তি নেই। সম্প্রতি ফায়েজ আল সিরাজ তুরস্ক সফর করেছেন এবং কয়েকটি চুক্তি সই করেছেন।

তুরস্ক লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের প্রতি সমর্থন দিলেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হাফতার বাহিনীকে অর্থ ও অস্ত্র সহযোগিতা দিচ্ছে। আন্তর্জাতিক সমাজও ফায়েজ আল সিরাজের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের সরকারের প্রতি সমর্থন দিয়ে আসছে।#

পার্সটুডে/এসএ/১৪     

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।