ট্রাম্প জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: বিচার বিভাগীয় কমিটির রিপোর্ট
https://parstoday.ir/bn/news/world-i76011-ট্রাম্প_জাতির_সঙ্গে_বিশ্বাসঘাতকতা_করেছেন_বিচার_বিভাগীয়_কমিটির_রিপোর্ট
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৭, ২০১৯ ১৭:১০ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে।

ট্রাম্পকে ইমপিচ করার ব্যাপারে চূড়ান্ত ভোটাভুটির কয়েকদিন আগে কমিটি ৬৫৮ পৃষ্ঠার একটি রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সর্বোচ্চ কার্যালয়কে অপব্যবহার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

গতকাল প্রকাশিত ওই রিপোর্টে আরো বলা হয়েছে, আমেরিকার জাতীয় নিরাপত্তা, দেশের অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা এবং ভারসাম্য রক্ষা করার ব্যাবস্থার উপরে প্রেসিডেন্ট ট্রাম্প তার ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন।

মার্কিন প্রতিনিধি পরিষদ

রিপোর্টে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প এমন কিছু অসদাচরণ করেছেন যা নিয়ে জবাবদিহি না করলে তিনি এগুলো অব্যাহত রাখবেন। এ পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে।

এরইমধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য মার্কিন প্রতিনিধি পরিষদে দুটি ধারা পাস করা হয়েছে। আশা করা হচ্ছে- আগামীকাল (বুধবার) ওই দুটি ধারার ওপর পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে ভোটাভুটি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি ইমপিচ করা হয় তাহলে তিনি হবেন মার্কিন ইতিহাসে তৃতীয় কোনো প্রেসিডেন্ট যিনি ক্ষমতাচ্যুত হবেন।#

পার্সটুডে/এসআইবি/১৭