সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ৬১ জন নিহত
(last modified Sat, 28 Dec 2019 10:56:45 GMT )
ডিসেম্বর ২৮, ২০১৯ ১৬:৫৬ Asia/Dhaka
  • বোমা হামলার পরের অবস্থা
    বোমা হামলার পরের অবস্থা

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ভয়াবহ গাড়িবোমা হামলায় অন্তত ৬১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।

আজ (শনিবার) মোগাদিশুর একটি সিকিউরিটি চেক পয়েন্টে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক দিয়ে ওই হামলা চালানো হয়। যে এলাকায় বিস্ফোরণ ঘটেছে ওই এলাকায় গুরুত্বপূর্ণ একটি অফিস থাকায় এবং নিরাপত্তা চেকপয়েন্ট থাকার কারণে সবসময় ভিড় লেগেই থাকে।

বিস্ফোরণের পর মোগাদিশুর পুলিশ কর্মকর্তা ইবরাহিম মুহাম্মাদ প্রাথমিকভাবে জানিয়েছিলেন যে, বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে। পরবর্তীতে অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মকর্তারা মৃতের সংখ্যা ৬১ বলে জানিয়েছেন।

বিস্ফোরণে এত বেশিসংখ্যক মানুষ হতাহত হলেও কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে, সোমালিয়াতে উগ্র আশ-শাবাব তাকফিরি গোষ্ঠী তৎপর রয়েছে এবং সাধারণত তারা এ ধরনের বোমা হামলা চালিয়ে থাকে।#

পার্সটুডে/এসআইবি/২৮

 

ট্যাগ