ট্রাম্পকে ইমপিচ করতে কাগজপত্র সিনেটে পাঠাচ্ছেন পেলোসি
https://parstoday.ir/bn/news/world-i76619-ট্রাম্পকে_ইমপিচ_করতে_কাগজপত্র_সিনেটে_পাঠাচ্ছেন_পেলোসি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য আগামী সপ্তাহে সিনেটে অভিযোগ পাঠাবেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি গতকাল (শুক্রবার) এ ঘোষণা দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১১, ২০২০ ১৭:০২ Asia/Dhaka
  • ন্যান্সি পেলোসি
    ন্যান্সি পেলোসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার জন্য আগামী সপ্তাহে সিনেটে অভিযোগ পাঠাবেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি গতকাল (শুক্রবার) এ ঘোষণা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারসহ তিনটি অভিযোগে ইমপিচমেন্টের প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া নিয়ে বেশ খানিকটা সময় ক্ষেপণ শেষে শুক্রবার অভিযোগগুলো সিনেটে পাঠানোর ঘোষণা দিয়েছেন স্পিকার পেলোসি। বুধবার নাগাদ সিনেটে ইমপিচমেন্টের ব্যাপারে শুনানি শুরু হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ন্যান্সি পেলোসি বলেন, “আমি প্রতিনিধি পরিষদের বিচার বিভাগ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান জেরি নাডলারকে এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে এবং একজন ম্যানেজার নিয়োগ করতে বলেছি। আগামী মঙ্গলবার আমি ডেমোক্র্যাট সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।

সিনেটে সমস্ত অভিযোগ পাঠালেও প্রেসিডেন্ট ট্রাম্প ইমপিচ হবেন না বলেই মনে করা হচ্ছে। কারণ সিনেটে ক্ষমতাসীন রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেখানে ভোটাভুটি হলে ট্রাম্পের পক্ষেই বেশি ভোট পড়তে পারে। রিপাবলিকান দল এখনো পর্যন্ত ট্রাম্পের প্রতি সমর্থন দিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১১