আঞ্চলিক ঘটনাবলীতে পাকিস্তান উদ্বিগ্ন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে কোরেশি
https://parstoday.ir/bn/news/world-i76879-আঞ্চলিক_ঘটনাবলীতে_পাকিস্তান_উদ্বিগ্ন_ব্রিটিশ_পররাষ্ট্রমন্ত্রীকে_কোরেশি
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তিনি পাকিস্তানের উদ্বেগের কথা জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রীকে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ২২, ২০২০ ২২:০৮ Asia/Dhaka
  • ডমিনিক রাব (বামে) ও শাহ মেহমুদ কোরেশি
    ডমিনিক রাব (বামে) ও শাহ মেহমুদ কোরেশি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তিনি পাকিস্তানের উদ্বেগের কথা জানিয়েছেন ব্রিটিশ মন্ত্রীকে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক ঘটনাবলী মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও নিরাপত্তা এবং সারা বিশ্বের অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলেছে।

ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে ফোনালাপে পার্ক পররাষ্ট্রমন্ত্রী সব পক্ষকে সংঘাত এড়ানোর জন্য সর্বোচ্চ ধৈর্য ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। এসময় শাহ মেহমুদ কোরেশি পাকিস্তানের পক্ষ থেকে উত্তেজনা প্রশমনের ব্যাপারে নিজের এবং ইসলামাবাদের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

দুই মন্ত্রীর মধ্যে আলোচনায় আঞ্চলিক, আন্তর্জাতিক এবং দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে কথা হয়।#

পার্সটুডে/এসআইবি/২২