হাফতারকে অবশ্যই সামরিক সমাধানের পথ এড়াতে হবে: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i76885-হাফতারকে_অবশ্যই_সামরিক_সমাধানের_পথ_এড়াতে_হবে_তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ার সামরিক কমান্ডার জেনারেল খলিফা হাফতার সামরিকভাবে দেশটির চলমান সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কিন্তু লিবিয়াকে নিরাপদ ও শান্ত করতে হলে তাকে সামরিক পথ বাদ দিয়ে অবশ্যই রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে হবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জানুয়ারি ২৩, ২০২০ ১১:১৬ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, লিবিয়ার সামরিক কমান্ডার জেনারেল খলিফা হাফতার সামরিকভাবে দেশটির চলমান সমস্যা সমাধানের চেষ্টা করছেন। কিন্তু লিবিয়াকে নিরাপদ ও শান্ত করতে হলে তাকে সামরিক পথ বাদ দিয়ে অবশ্যই রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে হবে।

গত সপ্তাহে মস্কোতে অনুষ্ঠিত যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা হয়েছে তা বাতিল করেছেন হাফতার। এছাড়া তার অধীনস্থ গেরিলারা লিবিয়ার কয়েকটি তেলক্ষেত্র অবরুদ্ধ করে রেখেছে। এরপর তুর্কি পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের চূড়ান্ত ঘোষণায়ও সই করতে অস্বীকার করেছেন জেনারেল হাফতার। এরপর হাফতারের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে তুরস্ক।

জেনারেল খলিফা হাফতার

ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক যে সরকারের নেতৃত্বে রয়েছে ফাইয়াজ আল-সেরাজ। অন্যদিকে, লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তবরুকভিত্তিক বিদ্রোহী সরকারের নেতৃত্বে রয়েছেন খলিফা হাফতার এবং তাকে সমর্থন দিচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত ও মিশর। সম্প্রতি ত্রিপলিভিত্তিক সরকারের সঙ্গে তুরস্ক একটি সামরিক ও নিরাপত্তা চুক্তি সই করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৩