মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদের ফল ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’: লারিজানি
(last modified Tue, 28 Jan 2020 11:59:31 GMT )
জানুয়ারি ২৮, ২০২০ ১৭:৫৯ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ এবং অনৈক্যের ফলেই ইহুুদিবাদী ইসরাইল এবং আমেরিকা কথিত শান্তি চুক্তি ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ চাপিয়ে দেয়ার মতো জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার আসকারা পেয়েছে।

ওই চুক্তির অধীনে ফিলিস্তিনিদের জেরুজালেম আল কুদস এবং পশ্চিম তীরে অবস্থিত ইহুদিদের সব অবৈধ বসতি ইসরাইলের সঙ্গে অন্তুর্ভুক্তির কথা বলা হয়েছে। পাশাপাশি এ চুক্তির অধীনে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের স্বদেশে ফেরার অধিকার খর্ব করা হয়েছে। ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কথিত লক্ষ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই শান্তি চুক্তির খসড়া তৈরি করেছেন এবং আজ আরো পরে তা প্রকাশ করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।    ‌

গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়ার পর ট্রাম্প ও নেতানিয়াহু

আজ জাতীয় সংসদে দেয়া ভাষণে স্পিকার লারিজানি বলেন, বিশ্বের সকল মুসলমানদের অপমান ও অপদস্ত করার লক্ষ্য নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতারণাপূর্ণ ডিল অব দ্যা সেঞ্চুরি মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেয়ার চেষ্টা করছেন। তিনি আরো বলেন, মার্কিনীরা খুব শিগগিরই তাদের এ পদক্ষেপের শক্ত জবাব পাবে। এ সময় তিনি ইরাকে মার্কিন বিরোধী মিলিয়ন ম্যান মার্চের কথা উল্লেখ করেন।

তার দেশের বিরুদ্ধে মার্কিন ষড়যন্ত্রের কথা উল্লেখ করে লারিজানি বলেন, ইরানি জনগণকে সর্বাত্মকভাবে মোকাবেলার লক্ষ্যে মার্কিন নীতি প্রণয়ন করা হয়েছে। এসব নীতির লক্ষ্য হচ্ছে ইরানি জনগণ ও সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করা। তবে ইরানের জনগণ ঐক্যবদ্ধভাবে শত্রুদের সব ষড়যন্ত্র এবারও ব্যর্থ করে দেবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।#

র্সটুডে/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ