দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে আলী লারিজানির সাক্ষাৎ
https://parstoday.ir/bn/news/event-i144638-দামেস্কে_প্রেসিডেন্ট_বাশার_আল_আসাদের_সঙ্গে_আলী_লারিজানির_সাক্ষাৎ
সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র সন্ত্রাসীদের অগ্রাভিযানের মুখে দেশটির সরকারের প্রতি ইরানের সমর্থন ঘোষণা করতে দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা আলী লারিজানি।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৯:৪৭ Asia/Dhaka
  • দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা আলী লারিজানি
    দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা আলী লারিজানি

সিরিয়ার সরকার বিরোধী সশস্ত্র সন্ত্রাসীদের অগ্রাভিযানের মুখে দেশটির সরকারের প্রতি ইরানের সমর্থন ঘোষণা করতে দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার অন্যতম উপদেষ্টা আলী লারিজানি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র শনিবার ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে বলেছে, রাজধানী দামেস্কে শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ওই বৈঠকে ঠিক কী আলোচনা হয়েছে সূত্রটি তা জানায়নি।

এদিকে দামেস্কের ইরান দূতাবাস খালি করে ফেলা হয়েছে এবং সিরিয়া থেকে ইরানি সামরিক উপদেষ্টাদের প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে যেসব দাবি করা হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের সদস্য ইয়াকুব রেজাজাদে বলেছেন, ইরানি কূটনীতিক ও সামরিক উপদেষ্টারা এখনও সিরিয়ায় অবস্থান করছেন।  তিনি বলেন, “আমরা আমাদের উপদেষ্টাদের প্রত্যাহার কিংবা দূতাবাস খালি করিনি। তারা এখনও দামেস্কে অবস্থান করছেন।”

শুক্রবার আলী লারিজানির দামেস্ক সফরের মাধ্যমে যে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়েছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী গত কয়েকদিন ধরে ইরাক ও কাতার সফরে যে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন তা ফলপ্রসূ হবে বলে রেজাজাদে আশা প্রকাশ করেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তার পরিবারসহ সিরিয়া ত্যাগ করেছেন বলে যে গুজব ছড়ানো হয়েছে তাও প্রত্যাখ্যান করেছেন এই প্রভাবশালী ইরানি সংসদ সদস্য। তিনি বলেন, দামেস্কে শুক্রবারই প্রেসিডেন্ট আসাদের সঙ্গে ড. লারিজানি সাক্ষাৎ করেছেন।

সিরিয়ার চলমান পরিস্থিতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে রেজাজাদে বলেন, তুরস্ক ও ইরাকের মতো সিরিয়ার প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি রাশিয়ার সঙ্গে ইরানের জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যম সিরিয়ার চলমান সংকটের চেষ্টা চালানো হচ্ছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৮