ক্যামেরুনের কয়েকটি গ্রামে বন্দুকধারীদের হামলা: নিহত ২২
(last modified Mon, 17 Feb 2020 13:18:58 GMT )
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১৯:১৮ Asia/Dhaka
  • ক্যামেরুনের নিরাপত্তা বাহিনীর সদস্য
    ক্যামেরুনের নিরাপত্তা বাহিনীর সদস্য

ক্যামেরুনের ইংরেজি ভাষী একটি সংখ্যালঘু এলাকায় বন্দুকধারীদের হামলায় ২২ জন গ্রামবাসী নিহত হয়েছে। হামলায় ১২ জনেরও বেশি শিশু বলে জাতিসংঘ জানিয়েছে।

গতকাল (রোববার) জাতিসংঘের মানবাধিকার সমন্বয় সংস্থা 'ওচা'র স্থানীয় কর্মকর্তা জেমস নুনান জানিয়েছেন, অস্ত্রধারীরা ক্যামেরুনের গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলের ইনসাম্বোর কয়েকটি গ্রামে হত্যাযজ্ঞ চালিয়ে এসব হতভাগ্য লোকজনকে হত্যা করেছে। তিনি বলেন, হামলায় ২২ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী এবং কিছু শিশু রয়েছে। নুনান বলেন, হামলায় ১৪ জন শিশু রয়েছে। তাদের মধ্যে নয় জনের বয়স পাঁচ বছরের নীচে।   

গত তিন বছর ধরে ক্যামেরুনের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসা ইনসাম্বোর বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে যে ক্যামরুনের সেনাবাহিনী এসব গ্রামে হত্যাকাণ্ড চালিয়েছে। ক্যামেরুনের বিরোধী দল 'দ্যা মুভমেন্ট অব দ্যা রিবার্থ অব ক্যামেরুন' এক বিবৃতিতে এই অপরাধযজ্ঞের জন্য দেশটির স্বৈরচারী সরকার এবং নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর প্রধানকে দায়ী করেছে। #  

বিদ্রোহী গোষ্ঠীর গুরুত্বপূর্ণ নেতা এবং আইনজীবি আকবর বালালা ফেইসবুকে দেয়া এক বার্তায় বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য ক্যামেরুনের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন। তবে গতকাল সকালে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনী সেই অভিযোগ অস্বীকার করেছে।#

 

পার্সটুডে/বাবুল আখতার/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ