আশরাফ গনিকে পুনর্নির্বাচিত ঘোষণা: আব্দুল্লাহ আব্দুল্লাহ মানবেন না
(last modified Wed, 19 Feb 2020 03:09:44 GMT )
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ০৯:০৯ Asia/Dhaka
  • হাওয়া নুরিস্তানি
    হাওয়া নুরিস্তানি

আফগানিস্তানের নির্বাচন কমিশন সেদেশে গত বছরের ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করে বলেছে, ওই নির্বাচনে প্রেসিডেন্ট আশরাফ গনি শতকরা ৫০.৬৪ ভাগ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার মিসেস হাওয়া নুরিস্তানি মঙ্গলবার এ রায় ঘোষণা করে বলেছেন, আশরাফ গনির প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ এ নির্বাচনে ৩৯.৫২ শতাংশ ভোট পেয়েছেন।

ফলাফল ঘোষিত হওয়ার পর প্রেসিডেন্ট প্রাসাদে বক্তব্য রাখেন আশরাফ গনি

আফগান সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঘোষিত রায় প্রত্যাখ্যান করে বলেছেন, এ নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন; কাজেই তিনি আফগানিস্তানে একটি বিকল্প সরকার গঠন করবেন।

আব্দুল্লাহ আব্দুল্লাহ তার সমর্থকদের উদ্দেশে বলেন, তিনি বিকল্প সরকার গঠন করবেন

আব্দুল্লাহ মঙ্গলবার রাতে সমর্থকদের উদ্দেশে দেয়া এক ভাষণে বলেন, আশরাফ গনি সরকারি প্রভাব খাটিয়ে নির্বাচনে ব্যাপক কারচুপি করেছেন কাজেই এ ফলাফল তিনি মেনে নেবেন না। তিনি বলেন, নির্বাচন কমিশন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং এই কারচুপিতে জড়িত ব্যক্তিরা কলঙ্কিত হবে।

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ