ইরান বিষয়ে ট্রাম্পের নীতি সর্বাত্মক বিপর্যয় সৃষ্টি করেছে: সিনেটর ক্রিস মারফি
https://parstoday.ir/bn/news/world-i77700-ইরান_বিষয়ে_ট্রাম্পের_নীতি_সর্বাত্মক_বিপর্যয়_সৃষ্টি_করেছে_সিনেটর_ক্রিস_মারফি
মার্কিন বিরোধী ডেমোক্র্যাট দলের প্রভাবশালী সিনেটর ক্রিস মারফি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিষয়ে যে নীতি গ্রহণ করেছেন তাতে আমেরিকার জন্য সর্বাত্মক বিপর্যয় ডেকে এনেছে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে মূলত ক্রিস মারফি ট্রাম্পের সমালোচনা করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২০ ১০:৩২ Asia/Dhaka
  • সিনেটর ক্রিস মারফি
    সিনেটর ক্রিস মারফি

মার্কিন বিরোধী ডেমোক্র্যাট দলের প্রভাবশালী সিনেটর ক্রিস মারফি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান বিষয়ে যে নীতি গ্রহণ করেছেন তাতে আমেরিকার জন্য সর্বাত্মক বিপর্যয় ডেকে এনেছে। পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে মূলত ক্রিস মারফি ট্রাম্পের সমালোচনা করেছেন।

গতকাল (রোববার) মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র সঙ্গে এক সাক্ষাৎকারে কানেকটিকাট থেকে নির্বাচিত সিনেটর এসব কথা বলেন। গত সপ্তাহে জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনের অবকাশে ক্রিস মারফি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর বেরিয়েছে। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ব্যাপক সমালোচনা করেছেন। ট্রাম্প বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ক্রিস মারফি আমেরিকার সংবিধান লংঘন করেছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রীর পরামর্শে ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে সরে গেছেন বলে আলোচনা রয়েছে

জারিফের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সমর্থনে ক্রিস মারফি বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক যে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে কথা বলছে না। ট্রাম্পের এই নীতি আমেরিকার জন্য সর্বাত্মক বিপর্যয় ডেকে এনেছে। ট্রাম্প যখন ক্ষমতায় এসেছেন তখনকার চেয়ে ইরান আজকের দিনে অনেক বেশি শক্তিশালী।#

পার্সটুডে/এসআইবি/২৪