করোনাভাইরাসের মারাত্মক প্রকোপ: কোয়ারেন্টাইনে ১ কোটি ৬০ লাখ মানুষ
(last modified Sun, 08 Mar 2020 06:03:33 GMT )
মার্চ ০৮, ২০২০ ১২:০৩ Asia/Dhaka
  • ইতালিতে ১ কোটি ৬০ লাখ মানুষ থাকবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে
    ইতালিতে ১ কোটি ৬০ লাখ মানুষ থাকবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে

ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে বলেছেন, তার দেশের লম্বার্ডি অঞ্চল এবং ১৪টি প্রদেশে কমপক্ষে এক কোটি ৬০ লাখ নাগরিককে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই অবস্থা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত বলবৎ থাকবে।

করোনাভাইরাসের নাটকীয় প্রাদুর্ভাবের কারণে জিমনেশিয়াম, পুল, জাদুঘর ও স্কি রিসোর্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে।  নতুন পদক্ষেপগুলো বাণিজ্যিক কেন্দ্র মিলান ও পর্যটন শহর ভেনিসেও আগামী ৩ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। 

ইউরোপীয় দেশগুলোর মধ্যে করোনাভাইরাসে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইতালি। বর্তমানে করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জন।  গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫০ জনেরও বেশি। শনিবার আক্রান্তের সংখ্যা ১২শ’ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৩ জনে।

করোনাভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩০ জন।

লম্বার্ডির পুরো উত্তরাঞ্চলে এক কোটি মানুষের বসবাস। তাই জরুরি প্রয়োজন ছাড়া ইতালির অর্থনৈতিক কেন্দ্র মিলানের প্রবেশাধিকার স্থগিত থাকবে এবং ভেনিস, পারমা এবং মোডেনাসহ ১৪টি প্রদেশও একই পদক্ষেপের অধীনে থাকবে।

এদিকে, ইতালিতে শেষকৃত্যের অনুষ্ঠানেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে নতুন নির্দেশিকা মেনে চলতে নাগরিকেরা দায়িত্বশীল আচরণ করবে বলে আশা প্রকাশ করেছেন ইতালীর প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ