ইতালিতে করোনাভাইরাস ঠেকাতে কঠোর পদক্ষেপ; ৬ কোটি মানুষই কার্যত কোয়ারেন্টিনে
(last modified Tue, 10 Mar 2020 03:45:03 GMT )
মার্চ ১০, ২০২০ ০৯:৪৫ Asia/Dhaka
  • জোসেফ কোন্তে
    জোসেফ কোন্তে

করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় ইতালি সরকার দেশের ছয় কোটি মানুষকেই কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সব ধরণের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকার দেশের সব মানুষকে ঘরে থাকতে বলেছে।

জীবিকা নির্বাহ বা পারিবারিক জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি সব ধরণের গণজমায়েত, ক্রীড়া অনুষ্ঠান ও জনসমাগম সংশ্লিষ্ট বিনোদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জোসেফ কোন্তে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষের প্রাণ বাঁচাতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ইতালির প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে সংক্রমণের হার বাড়ছে, সেই সঙ্গে মৃত্যুও বাড়ছে। ইতালির ভালোর জন্যই আমাদের কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে। এ জন্যই আরও কঠোর পদক্ষেপ আমাদের নিতে হচ্ছে।’ তিনি জানান, স্থানীয় সময় মঙ্গলবার থেকেই নতুন সিদ্ধান্তের বাস্তবায়ন কার্যকর হবে।

ইতালিতে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার তথ্য অনুসারে, আক্রান্ত মানুষের সংখ্যা রাতারাতি বেড়ে গেছে ২৫ শতাংশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৬৩।

চীনের পর ইতালিতেই করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৯ হাজার ১৭২–এ পৌঁছেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে এই করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ে। এরপর তা এখন চীনের বাইরেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ