আফগান প্রেসিডেন্ট হিসেবে আশরাফ গনিকে শুভেচ্ছা জানালেন ইমরান খান
(last modified Tue, 10 Mar 2020 12:03:04 GMT )
মার্চ ১০, ২০২০ ১৮:০৩ Asia/Dhaka
  • ইমরান খান (বামে) ও আশরাফ গনি (ডানে)
    ইমরান খান (বামে) ও আশরাফ গনি (ডানে)

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আশরাফ গনিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক টুইটার বার্তায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেছেন, তারা আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। 

তিনি আরও লিখেছেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং শান্তি জন্য যেকোনো ধরণের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। 

গতকাল (সোমবার) আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন আশরাফ গনি। একই সঙ্গে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহও প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনির শপথ অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেনশিয়াল প্রাসাদে। সেখানে মার্কিন সরকার ও সামরিক বাহিনীর প্রতিনিধিদের পাশাপাশি ন্যাটোর সেনা কমান্ডাররাও উপস্থিত ছিলেন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহও বিশাল আয়োজন করে শপথ নিয়েছেন রাজধানীর অন্য এক স্থানে।

আব্দুল্লাহ আব্দুল্লাহ বর্তমানে দেশের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার পক্ষেও দেশটির রাজনৈতিক অঙ্গনের অনেকের সমর্থন রয়েছে।

গত নির্বাচনে অতীতের মতো আব্দুল্লাহ আব্দুল্লাহও প্রার্থী হয়েছিলেন এবং নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন।

আফগানিস্তানের নির্বাচন কমিশন গত ১৮ ফেব্রুয়ারি নির্বাচনে আশরাফ গনিকে বিজয়ী ঘোষণা করেছে। এরপরই আব্দুল্লাহ আব্দুল্লাহ ওই ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, নির্বাচনে তিনিই বিজয়ী হয়েছেন, তিনিই নির্বাচিত প্রেসিডেন্ট। #

পার্সটুডে/এসএ/১০ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ