পানিসীমা লঙ্ঘন ইস্যুতে তুরস্ক-গ্রিস উত্তেজনা বৃদ্ধি; গ্রিক রাষ্ট্রদূতকে তলব
(last modified Thu, 12 Mar 2020 09:30:40 GMT )
মার্চ ১২, ২০২০ ১৫:৩০ Asia/Dhaka
  • পানিসীমা লঙ্ঘন ইস্যুতে তুরস্ক-গ্রিস উত্তেজনা বৃদ্ধি; গ্রিক রাষ্ট্রদূতকে তলব

তুরস্কের পানিসীমা লঙ্ঘনের অভিযোগে সেদেশে নিযুক্ত গ্রিক রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গ্রিক রাষ্ট্রদূত মাইকেল ক্রিসটোস ডিয়ামেসিসকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে তুর্কি সরকার বলেছে, গ্রিসকে অবিলম্বে তুর্কি পানিসীমা লঙ্ঘন বন্ধ করতে হবে।

দুই দেশের পানিসীমায় গ্রিস সামরিক বাহিনী মোতায়েন করার পর তুরস্ক এ প্রতিক্রিয়া দেখালো। 
এছাড়া, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিক আটকের নিন্দা জানিয়ে এ ধরণের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

গ্রিসের 'রোডেস' ও 'লেসবোস' দ্বীপে অভিবাসন প্রত্যাশীদের অবস্থা সম্পর্কে প্রতিবেদন করার কারণে সাংবাদিকদের ওপর নির্যাতন ও বন্দি করা হচ্ছে বলে তুরস্ক অভিযোগ করেছে।

দুই প্রতিবেশী দেশ তুরস্ক ও গ্রিসের মধ্যে দীর্ঘ দিন ধরেই নানা ইস্যুতে বিরোধ রয়েছে। সম্প্রতি পানিসীমা লঙ্ঘন, লিবিয়া পরিস্থিতি ও অভিবাসন প্রত্যাশীদের নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ