মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর আফগানিস্তান সফর ব্যর্থ
আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়ে কাবুল ত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি গনি ও আব্দুল্লাহর মধ্যকার মতবিরোধ নিরসনের উদ্দেশ্যে গতকাল (সোমবার) একদিনের অঘোষিত সফরে আফগানিস্তানে গিয়েছিলেন।
কাবুলে পৌঁছে তিনি আলাদা আলাদাভাবে আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু দুই রাজনৈতিক নেতা নিজেদের অবস্থানে অটল থাকায় পম্পেও’র পক্ষে সমঝোতা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। এছাড়া, তালেবানের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত সাম্প্রতিক কথিত শান্তিচুক্তির অগ্রগতি খতিয়ে দেখাও ছিল পম্পেও’র কাবুল সফরের অন্যতম উদ্দেশ্য।
তালেবান ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে আফগান সরকারের সঙ্গে তালেবানের সরাসরি শান্তি আলোচনায় বসার কথা রয়েছে। সে অনুযায়ী রোববার আফগান সরকার ও তালেবান প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথমবারের মতো আলোচনা ও মতবিনিময় করেন। কাবুল সরকার বলেছে, রোববারের আলোচনায় দু’পক্ষের মধ্যে সহিংসতা বন্ধ ও স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে।
এদিকে, আফগানিস্তানে গতমাসে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এতে প্রেসিডেন্ট আশরাফ গনিকে পুনর্নির্বাচিত ঘোষণা করা হলেও তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ এ ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেন। গত ২২ ফেব্রুয়ারি একই দিনে আশরাফ গনি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ আলাদা আলাদা অনুষ্ঠানে আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তবে তারা এখনো ক্ষমতা গ্রহণের অনুষ্ঠান করেননি। এ অবস্থায় আফগানিস্তান আবার দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও নিরাপত্তা সংকটে পড়তে যাচ্ছে বলে অনেকে মনে করছেন।#
পার্সটুডে/এমএমআই/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।