ইতালিতে করোনার তাণ্ডব: মৃত্যু ১০ হাজার ছাড়িয়ে
(last modified Sun, 29 Mar 2020 07:48:17 GMT )
মার্চ ২৯, ২০২০ ১৩:৪৮ Asia/Dhaka
  • ইতালিতে করোনার তাণ্ডব: মৃত্যু ১০ হাজার ছাড়িয়ে

প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে মৃত্যর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গতকালের (শনিবার) তথ্য অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮৯ জন মারা গেছেন। এর আগে দেশটিতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক ৯৭৯ জনের প্রাণহানি ঘটে।

দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জনে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ইতালিতে করোনাভাইরাস শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ৯২ হাজার ৪৭২। এর মধ্যে মাত্র ১২ হাজার ৩৮৪ জন সুস্থ হয়েছেন।

এদিকে, গতকাল ২৪ ঘণ্টায় ইউরোপের আরেক দেশ স্পেনে প্রাণহানি ঘটেছে ৮৩২ জনের। এ নিয়ে করোনাভাইরাসে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯০ জনে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে আছে আমেরিকা। শনিবার রাত পর্যন্ত দেশটিতে এক লাখ ১২ হাজার ৪৬৮ জন মানুষের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মারা গেছেন এক হাজার ৭০৯ জন।#

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ