বৈঠক বানচালের পর কাবুল থেকে আলোচকদের ডেকে পাঠাল তালেবান
https://parstoday.ir/bn/news/world-i78906-বৈঠক_বানচালের_পর_কাবুল_থেকে_আলোচকদের_ডেকে_পাঠাল_তালেবান
আফগানিস্তানের সরকারের সঙ্গে বন্দি বিনিময় সংক্রান্ত বৈঠক বানচাল হওয়ার পর রাজধানী কাবুল থেকে আলোচকদের ডেকে পাঠিয়েছে তালেবান।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
এপ্রিল ০৮, ২০২০ ১২:৪৩ Asia/Dhaka
  • তালেবান আলোচকদের ফাইল ছবি
    তালেবান আলোচকদের ফাইল ছবি

আফগানিস্তানের সরকারের সঙ্গে বন্দি বিনিময় সংক্রান্ত বৈঠক বানচাল হওয়ার পর রাজধানী কাবুল থেকে আলোচকদের ডেকে পাঠিয়েছে তালেবান।

তালেবানের ফাইল ছবি

তালেবানের কাতার দফতরের মুখপাত্র সোহিল শাহিন গতকাল টুইটার বার্তায় বলেছিলেন, একের এক অজুহাত তুলে তালেবান বন্দিদের মুক্তি দিতে আফগান সরকার বিলম্ব করায় বন্দি বিনিময় সংক্রান্ত আলোচনায় তালেবান অংশ নেবে না। এ আলোচনাকে নিষ্ফল বৈঠক হিসেবে উল্লেখ করেন তিনি।

ফেব্রুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তালেবান গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী অনেক আগেই তালেবান বন্দিদের মুক্তি পাওয়া উচিত ছিল বলে জানান তিনি। তিনি আরও জানান, কাবুল অবস্থিত তালেবানের কারিগরি দলকে ডেকে পাঠানো হয়েছে। অবিলম্বে তারা কাবুল ত্যাগ করবে বলেও জানান তিনি।

শান্তি চুক্তি অনুযায়ী কাবুল সরকারের পাঁচ হাজার তালেবান বন্দি এবং তালেবানকে আফগান সরকারের এক হাজার বন্দি মুক্তি দেয়ার কথা রয়েছে।

পার্সটুডে/মূসা রেজা/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।