ভবিষ্যতে আমেরিকার সঙ্গে সম্ভাব্য আলোচনা কেবল পারমাণবিক ইস্যু নিয়েই হবে
https://parstoday.ir/bn/news/iran-i153726-ভবিষ্যতে_আমেরিকার_সঙ্গে_সম্ভাব্য_আলোচনা_কেবল_পারমাণবিক_ইস্যু_নিয়েই_হবে
পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনাকে কেবল পারমাণবিক ইস্যুর ওপর কেন্দ্রীভূত বলে উল্লেখ করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ০৫, ২০২৫ ১৭:৫৪ Asia/Dhaka
  • ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

পার্সটুডে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনো আলোচনাকে কেবল পারমাণবিক ইস্যুর ওপর কেন্দ্রীভূত বলে উল্লেখ করেছেন।

পার্সটুডে অনুসারে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বুধবার একটি সরকারি বৈঠকের ফাঁকে বলেছেন, ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক বিষয়গুলো সর্বদাই আলোচ্যসূচিতে ছিল এবং আমাদের অবস্থান সর্বদা স্পষ্ট ছিল। যদি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয় তবে তা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকবে।

আপনি ঘোষণা করেছেন যে আমরা ক্ষেপণাস্ত্র ইস্যুতে আলোচনা করব না, আমেরিকান পক্ষ কি এমন কোনো অবস্থান উত্থাপন করেছে,এই প্রশ্নের জবাবে আরাকচি বলেন, ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক বিষয়গুলো সর্বদাই আলোচ্যসূচিতে ছিল এবং আমাদের অবস্থান সর্বদা স্পষ্ট ছিল।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতে রাভানচির ওমান সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন,  তার সফর ছিল পর্যায়ক্রমিক রাজনৈতিক আলোচনার জন্য যা আমার মনে হয় প্রতি ছয় মাস অন্তর ইরান এবং ওমানে অনুষ্ঠিত হয়।

এদিকে,ইরানে বন্দি দুই ফরাসি নাগরিক সম্পর্কে আরাকচি বলেন, "তাদেরকে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং ইরানের বিচার বিভাগ গত রাতে ঘোষণা করেছে যে তাদের বিরুদ্ধে ইরানের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এদিকে  আমাদের নাগরিক মিসেস মাহদিহ এসফান্দিয়ারিও মুক্ত এবং আমাদের দূতাবাসে আছেন বলে জানিয়েছেন আরাকচি।#

পার্সটুডে/এমবিএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।