করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৮৩ হাজার: আমেরিকা ও ফ্রান্সে মৃত্যুর নতুন রেকর্ড
(last modified Wed, 08 Apr 2020 07:16:33 GMT )
এপ্রিল ০৮, ২০২০ ১৩:১৬ Asia/Dhaka
  • ‌আমেরিকার ফ্লোরিডায় করোনায় মৃত এক ব্যক্তির মরদেহ
    ‌আমেরিকার ফ্লোরিডায় করোনায় মৃত এক ব্যক্তির মরদেহ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৮৩ হাজার ৪০১ জনে পৌঁছেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১৪ লাখ ৪৭ হাজার ৭৬৭ জন।

করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১০ লাখ ৭ হাজার ১৯৪ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৯৯৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩ লাখ ৯ হাজার ১৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে, আমেরিকায় প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার ৭৩৬ জনের; যা এখন পর্যন্ত কোনো একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে ৪ এপ্রিল দেশটিতে করোনা ভাইরাসে ১৩৪৪ জনের মৃত্যু হয়েছিল; যা ছিল চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে যাওয়া রোগটিতে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আমেরিকায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৯৯ হাজার ৯২৯ জন। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯১১ জনের। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ২২ হাজার ৪৯৬ জন।

করোনা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ফ্রান্স

এদিকে, ইউরোপের দেশ ফ্রান্স প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ড গড়েছে। দেশটিতে মঙ্গলবার একদিনেই এক হাজার ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩৪৩ জনে।

এছাড়া, ইউরোপের দেশ স্পেনে আক্রান্ত হয়েছেন এক লাখ ৪১ হাজার ৯৪২ জন, মারা গেছেন ১৪ হাজার ৪৫ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৫৮৬ জন। দেশটিতে মৃত্যুবরণ করেছে ২৭ হাজার ১২৭ জন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, জার্মানিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ সাত হাজার ৬৬৩ জন, মারা গেছেন দুই হাজার ১৬ জন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

 

ট্যাগ