করোনাবিরোধী লড়াইয়ে সার্ক তহবিলে ৩০ লাখ ডলার দেবে পাকিস্তান
(last modified Fri, 10 Apr 2020 10:17:36 GMT )
এপ্রিল ১০, ২০২০ ১৬:১৭ Asia/Dhaka
  • করোনাবিরোধী লড়াইয়ে সার্ক তহবিলে ৩০ লাখ ডলার দেবে পাকিস্তান

দক্ষিণ এশিয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের কোভিড-১৯ জরুরি তহবিলে ৩০ লাখ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ তহবিল গঠনের প্রস্তাব দিয়েছিলেন।

পাক পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলে ইসলামাবাদ সরকার ৩০ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সার্ক মহাসচিব এসালা রুয়ান উইরাকুনের সঙ্গে পাক পররাষ্ট্র সচিব সোহাইল মাহমুদের ফোনালাপের পর এ অর্থ দেয়ার ঘোষণা দেয়া হয়।

সার্ক নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে করোনা তহবিল গঠনের প্রস্তাব দেন মোদি

গত মাসের ১৫ তারিখে সার্ক নেতাদের ভিডিও শীর্ষ সম্মেলনে এ তহবিল গঠনের প্রস্তাব দেন মোদি। করোনা মহামারির বিরুদ্ধে লড়াইরত সার্ক দেশগুলোতে সহায়তার জন্য এ তহবিল গঠনের প্রস্তাব দেয়া হয়েছিল। এ তহবিলে বাংলাদেশ ১৫ লাখ ডলার, শ্রীলংকা ৫০ লাখ ডলার, নেপাল ১০ লাখ ডলার,  আফগানিস্তান ১০লাখ, মালদ্বীপ ২ লাখ এবং ভুটান ১ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলে এ পর্যন্ত সদস্য দেশগুলো ২ কোটি ১৮ ডলার দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

সবার শেষে  এ তহবিলে অর্থ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল পাকিস্তান। ব্যয়ের রূপরেখা স্পষ্ট না করায়  তহবিল অর্থ দিতে গড়িমসি করেছে পাকিস্তান। ইসলামাবাদ দাবি করেছে, কোভিড-১৯ জরুরি তহবিল সার্ক মহাসচিবের নজরদারিতে পরিচালিত এবং অর্থ ব্যয়ের পদ্ধতি সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে।#

পার্সটুডে/মূসা রেজা/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।