তেল উত্তোলন ইস্যু: মার্কিন চাপের কাছে আত্মসমর্পণ করলো সৌদি আরব
https://parstoday.ir/bn/news/world-i79047-তেল_উত্তোলন_ইস্যু_মার্কিন_চাপের_কাছে_আত্মসমর্পণ_করলো_সৌদি_আরব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে সৌদি আরব তেল উত্তোলন কমাতে রাজি হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৩, ২০২০ ১৫:৪৮ Asia/Dhaka
  • ট্রাম্প ও বিন সালমান
    ট্রাম্প ও বিন সালমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে সৌদি আরব তেল উত্তোলন কমাতে রাজি হয়েছে।

করোনাভাইরাসের মহামারির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম যখন গুরুতরভাবে কমে গেছে এবং তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও অন্য তেল রপ্তানিকারক দেশগুলো যখন তেলের উৎপাদন কমানোর চেষ্টা চালিয়ে আসছিল তখন তেলের উৎপাদন স্বাভাবিক রাখার ব্যাপারে অনড় ছিল সৌদি আরব। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেলের উৎপাদন কমানোর জন্য সৌদি আরবকে হুমকি দেন।

মার্কিন হুমকির মুখে সৌদি আরব তার অবস্থান পরিবর্তন করলে গতকাল (রোববার) ওপেকভুক্ত দেশগুলো এবং তার বাইরের তেল উৎপাদনকারী দেশের মধ্যে তেল উৎপাদন কমানোর ব্যাপারে চূড়ান্তভাবে চুক্তি হয়। নতুন চুক্তি অনুসারে এখন প্রতিদিন দুই কোটি ব্যারেল তেল কম উত্তোলন করা হবে যা আন্তর্জাতিক বাজারে মোট তেল সরবরাহের শতকরা ২০ ভাগ।

ওপেকের এই চুক্তির সিদ্ধান্ত সংস্থার বাইরের সদস্য দেশ ব্রাজিল, কানাডা, ইন্দোনেশিয়া, নরওয়ে এবং আমেরিকা মেনে চলবে। চুক্তির পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ভালো চুক্তি বলে মন্তব্য করেছেন। তিনি এক টুইটার বার্তায় বলেন, “আমি তাদের সঙ্গে ফোনে কথা বলেছি; ভালো চুক্তির জন্য সবাইকে ধন্যবাদ।”#
পার্সটুডে/এসআইবি/১৩