আমিরাত, কাতার এবং ওমানে আটকা পড়েছে ৩৬ হাজার পাকিস্তানি
(last modified Tue, 14 Apr 2020 09:06:17 GMT )
এপ্রিল ১৪, ২০২০ ১৫:০৬ Asia/Dhaka
  • আটকে পড়া পাকিস্তানি
    আটকে পড়া পাকিস্তানি

করোনাভাইরাসের মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানি জিয়ারতকারী ও ধর্মপ্রচারকারী, কারাবন্দী এবং তাবলীগ জামাতের যে সমস্ত লোক আটকা পড়েছে তাদের তালিকা প্রকাশ করেছে ইসলামাবাদ। এতে দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশে ৩৬ হাজার মানুষ আটকা পড়েছে। এর বেশিরভাগই কাতার, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে।

বিশ্বের বিভিন্ন দেশের সাথে পাকিস্তানের বিমান যোগাযোগ স্থগিত হয়ে যাওয়ার কারণে এসব মানুষ আটকা পড়েছে। আটকা পড়া লোকজনের মধ্যে ৬০০ কারাবন্দি রয়েছে এবং তারা আশা করছে বিমান চলাচল শুরু হলে দেশে ফেরার সুযোগ পাবে।

পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের অনলাইনে জানানো হয়েছে, সংসদ বিষয়ক সচিবের কাছ থেকে পত্রিকাটির হাতে যে তথ্য পৌঁছেছে তাতে দেখা যাচ্ছে- ৩৬ হাজার পাকিস্তানি নাগরিক ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়েছে এবং তারা সবাই দেশে ফেরার জন্য পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে নাম রেজিস্টার্ড করেছে।

আটকা পড়া ৬০০ বন্দীকে মুক্তি দেয়া হলেও বিমান যোগাযোগ না থাকার কারণে তারা পাকিস্তানে ফিরতে পারছে না। এছাড়া, পাকিস্তানের দুই হাজার ৫৪ জন তাবলীগ জামাতের কর্মী বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়েছে। এদিকে, লকডাউনের কারণে পাকিস্তানের ভেতরে ৪০০ আফগান নাগরিক আটকা পড়ে আছে।#

পার্সটুডে/এসআইবি/১৪

ট্যাগ