কিম জং-উনের শারীরিক অবস্থা নিয়ে সিএনএনের রিপোর্ট এবং অতঃপর…
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের শারীরিক অবস্থা সংকটজনক বলে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন যে খবর দিয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং বলেছেন, কিম জং-উনের শারীরিক অবস্থা নিয়ে কোনো কোনো গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে সে সম্পর্কে বেইজিং সম্যক অবহিত রয়েছে; তবে চীন সরকার এসব খবরের সত্যতা নিশ্চিত করতে পারছে না।
সিএনএন সম্প্রতি খবর দিয়েছিল, উত্তর কোরিয়ার নেতার শরীরে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তবে এ সম্পর্কে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির একজন কর্মকর্তা বলেছেন, কিম জং-উনের শারীরিক অবস্থা উদ্বেগজনক নয় এবং তিনি কোনো বিপজ্জনক রোগে আক্রান্ত হননি।

এ সম্পর্কে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তরও জানিয়েছে, কিম জং-উনের কথিত গুরুতর অসুখ সম্পর্কে সিউলের কাছে কোনো তথ্য নেই।
দক্ষিণ কোরিয়া সরকারের শীর্ষ পর্যায়ের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, উত্তর কোরিয়ার নেতার শরিরীক অবস্থা সম্পর্কে প্রকাশিত পুরো খবরটিই মিথ্যা ও বানোয়াট। তবে এ খবর নিয়ে বিশ্বের গণমাধ্যমে তোলপাড় সৃষ্টি হলেও উত্তর কোরিয়া এ সম্পর্কে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।#
পার্সটুডে/এমএমআই/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।