ইউরোপে দায়েশের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী স্পেন থেকে গ্রেফতার
-
স্পেন থেকে দায়েশ সন্ত্রাসীকে আটক করা হয়
উগ্রবাদী দায়েশের একজন শীর্ষ পর্যায়ের সন্ত্রাসীকে স্পেন থেকে আটক করা হয়েছে। দায়েশের পলাতক এ সন্ত্রাসী ইউরোপে মোস্ট ওয়ান্টেড হিসেবে পুলিশের তালিকাভুক্ত ছিল।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলভার) শেষ বেলায় এক বিবৃতিতে জানিয়েছে, আটক এ সন্ত্রাসী মিসরের নাগরিক তবে তার বিস্তারিত পরিচয় জানানো হয় নি।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে বলেছে, আটক ব্যক্তি কয়েক বছর সিরিয়া এবং ইরাকে ছিল। সে গুরুতর সহিংসতার সাথে জড়িত ছিল। তার সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ড ইউরোপের পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে- দায়েশের শীর্ষ পর্যায়ের এ সন্ত্রাসী মাদ্রিদের একটি অ্যাপার্টমেন্টে আত্মগোপনে ছিল এবং তার সাথে আরো দুই সন্ত্রাসী ছিল। তাদেরকেও পুলিশ আটক করেছে তবে এদের কারোরই পরিচয় প্রকাশ করা হয় নি।
তিনজনই উত্তর আফ্রিকা থেকে স্পেনে গেছে এবং করোনাভাইরাসের লকডাউনের সুযোগে তারা আত্মগোপনে ছিল।#
পার্সটুডে/এসআইবি/২২