সামরিক বাহিনীকে আক্রণাত্মক অবস্থায় থাকার নির্দেশ দিলেন আফগান প্রেসিডেন্ট
(last modified Wed, 13 May 2020 09:09:23 GMT )
মে ১৩, ২০২০ ১৫:০৯ Asia/Dhaka
  • আফগান সেনাবাহিনী
    আফগান সেনাবাহিনী

আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল (মঙ্গলবার) বন্দুকধারীদের রক্তক্ষয়ী হামলার পর দেশের সামরিক বাহিনীকে আত্মরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গণি।

গতকাল (মঙ্গলবার) এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট আশরাফ গণি বলেন, “তালেবান এবং অন্য জঙ্গিগোষ্ঠীগুলোর পক্ষ থেকে আসা সব রকমের হুমকি মোকাবেলাসহ জনসাধারণের চলাচলের জায়গার নিরাপত্তা প্রদান এবং হামলা প্রতিহত করার জন্য দেশের নিরাপত্তা বাহিনীকে সক্রিয় আক্রমণাত্মক ভূমিকায় থাকা এবং শত্রুদের বিরুদ্ধে অভিযান শুরুর জন্য আমি নির্দেশ দিচ্ছি।”

প্রেসিডেন্ট আশরাফ গণি

গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি প্রসূতি হাসপাতালে গেরিলাদের তিন দফা হামলায় অন্তত ১৬ জন নিহত হওয়ার পর আফগান প্রেসিডেন্ট এ নির্দেশ দিলেন। ১৬ জন নিহতের মধ্যে দুটি নবজাতক শিশু ও তাদের মায়েরাও রয়েছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওই হামলার দায়িত্ব স্বীকার করে নি তবে তালেবান এক বিবৃতিতে বলেছে- এ হামলার সঙ্গে তারা জড়িত নয়।

একইদিন উগ্র সন্ত্রাসীরা পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের একটি জানাজা অনুষ্ঠানে বোমা হামলা চালায়। এতে ২৪ জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।

প্রেসিডেন্ট আশরাফ গণি তালেবান ও দায়েশের বিরুদ্ধে আঙুল তুলেছেন। তিনি বলেছেন, “আজ আমরা দেখলাম, তালেবান ও দায়েশ গোষ্ঠী কাবুলের হাসপাতালে এবং নানগারহারে জানাজা অনুষ্ঠানে হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৩

ট্যাগ