ত্রিপোলির প্রধান হাসপাতালে হামলা চালিয়েছে বিদ্রোহীরা
(last modified Thu, 14 May 2020 10:37:50 GMT )
মে ১৪, ২০২০ ১৬:৩৭ Asia/Dhaka
  • ত্রিপোলির খাদরা জেনারেল হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে একটি পুড়ে যাওয়া গাড়ি
    ত্রিপোলির খাদরা জেনারেল হাসপাতালের সামনে দাঁড়িয়ে আছে একটি পুড়ে যাওয়া গাড়ি

লিবিয়ার রাজধানী ত্রিপোলির প্রধান হাসপাতালে হামলা চালিয়েছে বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার অনুগত গেরিলারা। লিবিয়ার সামরিক বাহিনী এ খবর নিশ্চিত করেছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবর অনুযায়ী লিবিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আজ (বৃহস্পতিবার) সকালে বিদ্রোহীরা ত্রিপোলির কেন্দ্রীয় হাসপাতালে রকেট হামলা চালায় এবং সেখানকার বেশকিছু বেসামরিক স্থাপনায় হামলা হয়।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আলাদা বিবৃতিতে জানিয়েছে, বিদ্রোহীদের হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গেরিলাদের হামলার কারণে হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো বলেছে, গেরিলাদের হামলার কারণে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করে ঝুঁকির মুখে পড়েছে। দেশটিতে এরইমধ্যে ৬৪ জন আক্রান্ত হয়েছে যার মধ্যে তিনজন মারা গেছেন। এদিকে বিদ্রোহী গেরিলারা হাসপাতালে হামলার কথা অস্বীকার করেছে।

জাতিসংঘের হিসাব মতে- চলতি বছরের গত কয় মাসে লিবিয়ার অন্তত সাতটি স্বাস্থ্যকেন্দ্রে গেরিলারা চালিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪

ট্যাগ