পরমাণু সমঝোতায় নিজের অবস্থান স্পষ্ট করুন: আমেরিকাকে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i79953-পরমাণু_সমঝোতায়_নিজের_অবস্থান_স্পষ্ট_করুন_আমেরিকাকে_রাশিয়া
ইরানের পরমাণু সমঝোতায় নিজের অবস্থান স্পষ্ট করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে মস্কো বলেছে, ওয়াশিংটন যেন মনযোগ সহকারে পরমাণু সমঝোতা পড়ে দেখে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
মে ১৭, ২০২০ ০৬:০২ Asia/Dhaka
  • ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ
    ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ

ইরানের পরমাণু সমঝোতায় নিজের অবস্থান স্পষ্ট করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে মস্কো বলেছে, ওয়াশিংটন যেন মনযোগ সহকারে পরমাণু সমঝোতা পড়ে দেখে।

ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ আহ্বান জানিয়েছ্নে।তিনি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার মার্কিন ঘোষণার তীব্র নিন্দা  জানান।

উলিয়ানোভ তার টুইটার বার্তায় বলেন, আমেরিকা মনে করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের ১০ ও ১১ নম্বর ধারা ব্যবহার করে ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনতে পারবে। কিন্তু তা সম্ভব নয় এবং আমেরিকা ভুলের মধ্যে আছে। একমাত্র পরমাণু সমঝোতার অবকাঠামোর আওতায় ইরানের বিরুদ্ধে ব্যব্স্থা নেয়া সম্ভব কিন্তু তা থেকে আমেরিকা বহু আগে বেরিয়ে গেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ২০১৮ সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন।এর ফলে আমেরিকা কার্যত নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে। কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্প্রতি দাবি করেছেন, তার দেশ ওই প্রস্তাব ব্যবহার করে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন করবে।তবে ইরান, রাশিয়া ও চীন বলেছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ২২৩১ নম্বর প্রস্তাব ব্যবহার করার যোগ্যতা হারিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।