করোনাভাইরাস: হজে লোক পাঠাবে না মালয়েশিয়া ও ব্রুনেই
করোনা মহামারির কারণে মালয়েশিয়া ও ব্রুনেই আসন্ন হজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সৌদি আরবের জেদ্দায় মালয়েশীয় হজ মিশনের প্রধান কাউন্সিলর মোহাম্মদ সায়েমী বলেছেন, তার দেশের হাজিরা আসন্ন হজে অংশগ্রহণ করবেন না।
এদিকে, ব্রুনেই সরকারও হজে লোক পাঠানোর প্রক্রিয়া স্থগিত করেছে। এর আগে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের সরকারও আসন্ন হজে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছে।
প্রতি বছর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনেই ও সিঙ্গাপুর থেকে কয়েক লাখ মুসলমান সৌদি আরবে হজ করতে যান। চলতি বছর হজ কোটায় কেবল ইন্দোনেশিয়া থেকেই দুই লাখ ২১ হাজার মানুষের সৌদি আরবে যাওয়ার সুযোগ ছিল। ইতিমধ্যে ৯০ শতাংশেরও বেশি লোক হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশনও সম্পন্ন করেছিলেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই অর্থাৎ ৯ জিলহজ হজ শুরু হতে পারে। সৌদি আরব সরকার হজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়ার আগেই এসব দেশের সরকার তাদের সিদ্ধান্ত ঘোষণা করলো।
অবশ্য সৌদি আরব পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিদেশিদের ওমরাহ পালনের সুযোগ স্থগিত রেখেছে। সম্প্রতি সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণ আবারও বেড়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।