আমেরিকা ইরানের পরমাণু সমস্যার সমাধান চায়: পম্পেওর রসিকতা
(last modified Sat, 20 Jun 2020 09:27:13 GMT )
জুন ২০, ২০২০ ১৫:২৭ Asia/Dhaka
  • মাইক পম্পেও
    মাইক পম্পেও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে নিজের ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে দাবি করেছেন, আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে একটি ব্যাপকভিত্তিক কূটনৈতিক সমাধান চায়। তিনি শুক্রবার ওয়াশিংটনে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানান।

আইএইএ থেকে ইরানের বিরুদ্ধে প্রস্তাব পাসে সন্তোষ প্রকাশ করে পম্পেও দাবি করেন, ইরান বিগত মাসগুলোতে আইএইএ’র কাজে বাধা দিয়েছে এবং পরমাণু উত্তেজনা সৃষ্টিতে উসকানি দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইএইএ’র পরিদর্শকদের ইরানের পরমাণু স্থাপনায় প্রবেশের অনুমতি দেয়া হয়নি এবং এ বিষয়টি সমস্যা সৃষ্টি করেছে।

ইরানের পরমাণু সমঝোতা থেকে দুই বছরেরও বেশি সময় আগে আমেরিকার বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে মাইক পম্পেও বলেন, ইরানকে পরমাণু সমঝোতার প্রতিটি ধারা মেনে চলতে হবে।

এর আগে আইএইএ’র নির্বাহী পরিষদ গতকাল (শুক্রবার) চীন ও রাশিয়াসহ আরো কিছু দেশের বিরোধিতা সত্ত্বেও তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে উত্থাপিত ইরানবিরোধী একটি প্রস্তাব অনুমোদন করে।

গতকালের বৈঠকে অংশ নেয়া কূটনীতিকদের অনেকেই জানিয়েছেন, পাস হওয়া প্রস্তাবে ইরানের এমন কিছু স্থাপনায় সংস্থার পরিদর্শকদের প্রবেশের সুযোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে যেগুলোতে প্রবেশের অধিকার এই সংস্থার নেই। ইহুদিবাদী ইসরাইলের বিকৃত কিছু তথ্যের উপর ভিত্তি করে এবং মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে মূলত এই প্রস্তাব পাস করেছে আইএইএ।

পার্সটুডে/এমএমআই/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ