এবার মিশরকে হুঁশিয়ারি দিল লিবিয়া; কায়রোর প্রতি ফ্রান্সের সমর্থন
(last modified Tue, 23 Jun 2020 12:57:55 GMT )
জুন ২৩, ২০২০ ১৮:৫৭ Asia/Dhaka
  • জেনারেল সিসি (মাঝে) ও জেনারেল হাফতার কায়রোয় সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন (৬ জুনের ছবি)
    জেনারেল সিসি (মাঝে) ও জেনারেল হাফতার কায়রোয় সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন (৬ জুনের ছবি)

লিবিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ব্যাপারে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে লিবিয়ার হাই কাউন্সিল অফ স্টেট।

হাই কাউন্সিল গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, “আমরা মিশরের সামরিক বাহিনীকে এই ধরনের জুয়ার ফাঁদে পা না দেয়ার জন্য আহ্বান জানাই যাতে তারা ইয়েমেনের পরিণতি বরণ না করে।”

১৯৬০ সালে ইয়েমেনে আগ্রাসন চালাতে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছিল মিশর। লিবিয়ার হাই কাউন্সিল দৃশ্যত সেদিকে ইঙ্গিত করেছে। কাউন্সিল আরো বলেছে যে, লিবিয়া হচ্ছে একটি স্বাধীন-সার্বভৌম দেশ এবং তার প্রতি ইঞ্চি ভূমি সরকারের নিয়ন্ত্রণে থাকা উচিত।

লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের প্রতি সমর্থন দিয়ে আসছে মিশর। দেশটির প্রেসিডেন্ট সিসি শনিবার বলেছেন, তিনি লিবিয়ার ভেতরে সামরিক অভিযান চালানোর জন্য মিশরের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। মিশরের এই অবস্থানের প্রতি সমর্থন দিয়েছে ফ্রান্স।#

পার্সটুডে/এসআইবি/২৩

ট্যাগ