ভারতীয় হামলার বিরুদ্ধে পূর্ণশক্তি দিয়ে জবাব দেবে পাকিস্তান: কোরেশি
https://parstoday.ir/bn/news/world-i80935-ভারতীয়_হামলার_বিরুদ্ধে_পূর্ণশক্তি_দিয়ে_জবাব_দেবে_পাকিস্তান_কোরেশি
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকুন; তা না হলে ভারতের সামরিক হামলার বিরুদ্ধে পূর্ণশক্তি দিয়ে জবাব দেবে ইসলামাবাদ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৫, ২০২০ ০৭:২৫ Asia/Dhaka
  • শাহ মেহমুদ কোরেশি
    শাহ মেহমুদ কোরেশি

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলা থেকে বিরত থাকুন; তা না হলে ভারতের সামরিক হামলার বিরুদ্ধে পূর্ণশক্তি দিয়ে জবাব দেবে ইসলামাবাদ।

গতকাল (বুধবার) পাকিস্তানের বেসরকারি টেলিভিশন জিও টিভিকে দেয়া এক সাক্ষাতকারে এই হুশিয়ারি উচ্চারণ করেন কোরেশি। তিনি বলেন, চীন সীমান্তে সাম্প্রতিক সংঘাতের ঘটনা ধামাচাপা দিতে এবং ভারতের জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ভারত পাকিস্তানেরওউপর হামলার ষড়যন্ত্র করছে।

চীন সীমান্তের সংঘাতে নিহত সেনাদের কফিন বহন করছে ভারতীয় সেনারা

গত সপ্তাহে চীন সীমান্তে সংঘাতে ভারতের অন্তত ২০ জন সেনা নিহত হয়েছেন যার মধ্যে শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা রয়েছেন।

পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চীনের হাতে মার খেয়ে এবং অপমানিত হয়ে নয়াদিল্লি এখন মিথ্যা অজুহাতে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর পথ খুঁজছে। তবে ভারত এ ধরনের হামলা চালালে তার উপযুক্ত জবাব পাবে।”#

পার্সটুডে/এসআইবি/২৫