ভেনিজুয়েলায় পণ্য খালাস করল ইরানের খাদ্যবাহী জাহাজ
(last modified Thu, 25 Jun 2020 10:21:21 GMT )
জুন ২৫, ২০২০ ১৬:২১ Asia/Dhaka
  • ভেনিজুয়েলায় পণ্য খালাস করল ইরানের খাদ্যবাহী জাহাজ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাহাজ ‘গোলসান’ ভেনিজুয়েলার লা গুআইরা বন্দরে পণ্য খালাস (আনলোড) করেছে। লা গুআইরা হচ্ছে ভেনিজুয়েলার সবচেয়ে বড় সমুদ্র বন্দর। এটি রাজধানী কারাকাস থেকে দক্ষিণ-পূর্বে অবস্থিত।

ভেনিজুয়েলায় একটি সুপার মার্কেট পরিচালনা করবে ইরান। এরই অংশ হিসেবে জাহাজে করে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে। জাহাজে করোনাভাইরাস প্রতিরোধের কিছু সরঞ্জাম এবং ওষুধও ছিল। এর সবই ঠিক মতো খালাস করা হয়েছে। 

গত ১৫ মে জাহাজটি ইরানের বন্দর আব্বাস থেকে খাদ্য ও ওষুধ সামগ্রী নিয়ে ভেনিজুয়েলার উদ্দেশ্যে যাত্রা করে।

কিছুদিন আগে ইরান সরকার ভেনিজুয়েলায় বিপুল পরিমাণ জ্বালানি তেল রপ্তানি করার পর এবার খাদ্যবাহী জাহাজ পাঠিয়েছে। আমেরিকার একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান এসব জ্বালানি তেল ও খাদ্য সামগ্রী ভেনিজুয়েলায় পাঠাচ্ছে।

ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অবস্থিত ইরানের দূতাবাস খাদ্য সামগ্রী সরবরাহের ঘটনাকে ইরান ও ভেনিজুয়েলার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সফলতা বলে মন্তব্য করেছে।

ভেনিজুয়েলা তেলসমৃদ্ধ দেশ হলেও সাম্প্রতিক সময়ে দেশটির তেল শোধানাগারগুলো অচল হয়ে পড়ার কারণে পরিশোধিত তেলের অভাবে পড়ে দেশটি। সে অভাব পূরণ করার জন্য বন্ধুপ্রতীম দেশটিতে তেল পাঠায় ইরান।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের জন্য জ্বালানী পাঠানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, ভেনিজুয়েলা একা নয় বরং বিশ্বে তার অনেক সাহসি বন্ধু রয়েছে। তিনি আরো বলেন, সাম্রাজ্যবাদী শক্তিগুলো যখন গায়ের জোরে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে চায় তখন শুধুমাত্র ভ্রাতৃপ্রতীম দেশগুলো পারে আমাদের জনগণকে রক্ষা করতে। #

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ