হংকং ইস্যুতে মার্কিন নাগরিকদের জন্য ভিসা-সীমাবদ্ধতা আরোপ করবে চীন
https://parstoday.ir/bn/news/world-i81058-হংকং_ইস্যুতে_মার্কিন_নাগরিকদের_জন্য_ভিসা_সীমাবদ্ধতা_আরোপ_করবে_চীন
চীন বলেছে, হংকং ইস্যুতে মার্কিন নাগরিকদের বাজে রেকর্ডের কারণে তাদেরকে ভিসা দেয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৯, ২০২০ ২২:২১ Asia/Dhaka
  • হংকংয়ের বিক্ষোভ মোকাবেলার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদে র প্রস্তুতি
    হংকংয়ের বিক্ষোভ মোকাবেলার জন্য নিরাপত্তা বাহিনীর সদস্যদে র প্রস্তুতি

চীন বলেছে, হংকং ইস্যুতে মার্কিন নাগরিকদের বাজে রেকর্ডের কারণে তাদেরকে ভিসা দেয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হবে।

আজ সোমবার (চীনা) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। তবে আমেরিকার কোন ধরনের নাগরিকদেরকে সীমাবদ্ধতার আওতায় আনা হবে তিনি তা পরিষ্কার করেন নি

এর আগে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানিয়েছেন যে, হংকংয়ের স্বায়ত্তশাসন বানচাল করার সঙ্গে জড়িত থাকার জন্য চীনের কয়েকজন সরকারি কর্মকর্তার ওপর ভিসা-সীমাবদ্ধতা আরোপ করা হবে।

ঝাউ লিজিয়ান বলেন, কথিত নিষেধাজ্ঞার মাধ্যমে চীনের সংসদে পাস হওয়া হংকং বিষয়ক জাতীয় নিরাপত্তা আইন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমেরিকা। এর জবাবে চীন আমেরিকার বিশেষ শ্রেণীর নাগরিকদের উপর সীমাবদ্ধতা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯