রাশিয়ার সঙ্গে সহযোগিতার কথা অস্বীকার করলেন তালেবান নেতা
https://parstoday.ir/bn/news/world-i81373-রাশিয়ার_সঙ্গে_সহযোগিতার_কথা_অস্বীকার_করলেন_তালেবান_নেতা
আফগানিস্তানের তালেবানের অন্যতম শীর্ষস্থানীয় নেতা খয়েরুল্লাহ খয়েরখা রাশিয়ার সঙ্গে তালেবানের গোপন সহযোগিতার মার্কিন অভিযোগ অস্বীকার করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১২, ২০২০ ০৬:১১ Asia/Dhaka
  • খয়েরুল্লাহ খয়েরখা
    খয়েরুল্লাহ খয়েরখা

আফগানিস্তানের তালেবানের অন্যতম শীর্ষস্থানীয় নেতা খয়েরুল্লাহ খয়েরখা রাশিয়ার সঙ্গে তালেবানের গোপন সহযোগিতার মার্কিন অভিযোগ অস্বীকার করেছেন।

মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস সম্প্রতি অভিযোগ করেছে যে, রাশিয়া তালেবানকে বিপুল অংকের অর্থ দিয়ে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনাদেরকে হত্যা করতে উসকানি দিচ্ছে।

খয়েরুল্লাহ খয়েরখা গতকাল (শনিবার) এক বক্তব্যে বলেন, এই মিথ্যাচার আমেরিকার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এর আগে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছিলেন, মার্কিন দৈনিকে প্রকাশিত খবর ভিত্তিহীন।

ওদিকে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির সর্বেশেষ প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানকে অর্থ দিয়ে মার্কিন সেনা হত্যায় উৎসাহিত করার যে অভিযোগ মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা করেছেন তার পক্ষে যথেষ্ট দলিল-প্রমাণ নেই।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।