জাপানে মার্কিন মেরিন সেনাদের লকডাউনে রাখা হয়েছে
https://parstoday.ir/bn/news/world-i81420-জাপানে_মার্কিন_মেরিন_সেনাদের_লকডাউনে_রাখা_হয়েছে
জাপানের ওকিনাওয়া দ্বীপের দুটি ঘাঁটিতে মার্কিন মেরিন সেনাদেরকে লকডাউন এ রাখা হয়েছে। কয়েক ডজন সেনা করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাদেরকে লকডাউনের আওতায় আনা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৩, ২০২০ ২২:৩৭ Asia/Dhaka
  • জাপানে মার্কিন সেনা
    জাপানে মার্কিন সেনা

জাপানের ওকিনাওয়া দ্বীপের দুটি ঘাঁটিতে মার্কিন মেরিন সেনাদেরকে লকডাউন এ রাখা হয়েছে। কয়েক ডজন সেনা করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ হওয়ার পর তাদেরকে লকডাউনের আওতায় আনা হয়।

ওকিনাওয়া ঘাঁটি মার্কিন মেরিন কোরের পক্ষ থেকে ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, যে সমস্ত সদস্যকে কোভিড পজিটিভ পাওয়া গেছে তাদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

এদিকে, ওকিনাওয়ার কর্মকর্তারা জাপান সরকারের প্রতি দাবি জানিয়েছেন যে, মার্কিন সেনাদের মাধ্যমে যাতে করোনাভাইরাস ছড়াতে না পারে সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে হযবে। তারা ওকিনাওয়ার ঘাঁটি বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১৩