ট্রাম্পের গোপন নির্দেশে ইরানের উপর সাইবার হামলা চালিয়েছিল সিআইএ
https://parstoday.ir/bn/news/world-i81536-ট্রাম্পের_গোপন_নির্দেশে_ইরানের_উপর_সাইবার_হামলা_চালিয়েছিল_সিআইএ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন নির্দেশে ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপর সিরিজ সাইবার হামলা চালিয়েছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৮, ২০২০ ১৩:১৫ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সিআইএ প্রধান জিনা হাসপেল
    প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সিআইএ প্রধান জিনা হাসপেল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপন নির্দেশে ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপর সিরিজ সাইবার হামলা চালিয়েছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সিআইএ'র সাবেক কর্মকর্তার বরাত দিয়ে ইয়াহু নিউজ এ খবর দিয়েছে।

২০১৮ সালে চালানো ওই হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সিআইএ-কে গোপন নির্দেশ দেন। ট্রাম্প সিআইএ-কে ইরানের উপর হামলার স্বাধীনতা দেন এবং হোয়াইট হাউজের অনুমোদন ছাড়াই যাতে সিআইএ ইরানের বিরুদ্ধে তাদের সাইবার অভিযান পরিচালনা করতে পারে সেই কর্তিত্বও দেন।

সাইবার হামলা

ওবামা প্রশাসনের সময় ইরানের বিরুদ্ধে তৎপরতা চালানোর জন্য সিআইএর ওপর নানা বিধিনিষেধ ছিল। ট্রাম্পের এ গোপন নির্দেশের ফলে তা দূর হয়। সিআইএ’র সাবেক ওই কর্মকর্তা ইয়াহু নিউজকে বলেন, ট্রাম্প প্রশাসনের আমলে ইরানের বিরুদ্ধে সাইবার তৎপরতার ক্ষেত্রে খুবই আগ্রাসী নীতি গ্রহণ করা হয়েছে। একই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধেও।#

পার্সটুডে/এসআইবি/১৮