তুরস্ক-গ্রিস উত্তেজনা বাড়ছে; পানিসীমা নিয়ে চলছে বাক‌যুদ্ধ
(last modified Thu, 23 Jul 2020 10:52:14 GMT )
জুলাই ২৩, ২০২০ ১৬:৫২ Asia/Dhaka
  • তুরস্ক-গ্রিস উত্তেজনা বাড়ছে; পানিসীমা নিয়ে চলছে বাক‌যুদ্ধ

ভূমধ্যসাগরে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা ইস্যুতে তুরস্কের সঙ্গে গ্রিসের উত্তেজনা বেড়েই চলেছে। গ্রিস বলেছে, তুরস্ক ভূমধ্যসাগরের পূর্ব অংশে তাদের পানিসীমার মধ্যে অনুসন্ধান তৎপরতা চালাচ্ছে। অবিলম্বে এ ধরণের তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে এথেন্স।

তবে তুরস্ক বলছে, নিজস্ব পানিসীমার মধ্যে বৈধভাবে খনিজ সম্পদ অনুসন্ধান তৎপরতা চালানো হচ্ছে। অন্য কোনো দেশের পানিসীমা লঙ্ঘন করা হয় নি।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গ্রিসের দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গ্রিস আন্তর্জাতিক আইন বিরোধী কথা বলছে। গ্রিসের দাবির কোনো ভিত্তি নেই।

Image Caption

তুরস্কের পেট্রোলিয়াম কোম্পানি সাগরে হাইড্রোকার্বন অনুসন্ধানের তৎপরতা শুরু করার পর থেকে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ভূমধ্যসাগরের হাইড্রোকার্বন সমৃদ্ধ এলাকার মালিকানা নিয়ে অনেক আগে থেকেই এই দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে।

অবশ্য সাইপ্রাস ইস্যুতে দ্বিপক্ষীয় বিরোধের শেকড় আরও গভীরে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

  

ট্যাগ