ব্রিটেনে ধর্ষণের অভিযোগ এক এমপি গ্রেফতার
https://parstoday.ir/bn/news/world-i81958
ধর্ষণের অভিযোগে ব্রিটেনের ক্ষমতাসীন দলের একজন এমপিকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংসদের একজন সাবেক কর্মী ওই আইনপ্রণেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর তাকে গ্রেফতার করা হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
আগস্ট ০২, ২০২০ ১৭:০২ Asia/Dhaka
  • ব্রিটিশ সংসদের ভেতরের দৃশ্য (ফাইল ফটো)
    ব্রিটিশ সংসদের ভেতরের দৃশ্য (ফাইল ফটো)

ধর্ষণের অভিযোগে ব্রিটেনের ক্ষমতাসীন দলের একজন এমপিকে গ্রেফতার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। ব্রিটিশ সংসদের একজন সাবেক কর্মী ওই আইনপ্রণেতার বিরুদ্ধে অভিযোগ আনার পর তাকে গ্রেফতার করা হয়।

পরে তিনি জামিনে মুক্তি পান। দেশটির মেট্রোপলিটন পুলিশ এ নিয়ে তদন্ত শুরুর কথা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, কনজারভেটিভ পার্টির ওই এমপির বিরুদ্ধে অভিযোগকারী গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত চারটি পৃথক ঘটনার উল্লেখ করেছেন।

তিনি কনজারভেটিভ আইনপ্রণেতার বিরুদ্ধে তাকে যৌন নিপীড়ন ও যৌন সম্পর্ক করতে বাধ্য করার অভিযোগ এনেছেন। 

ব্রিটেনের পার্লামেন্ট ভবন ওয়েস্ট মিনিস্টারের লামবেথ ও হ্যাকনেতে ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের জানুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ বলছে, আটক এমপির বয়স পঞ্চাশের বেশি।

চলতি মাসের মাঝামাঝিতে তিনি হাজিরা দেবেন এই শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। কনজারভেটিভ পার্টি বলেছে, তারা এ ধরনের যে কোনও অভিযোগ খুবই গুরুত্ব সহকারে নেয়। তবে তদন্তনাধীন বিষয় হওয়ায় এখনই তারা কোনো সিদ্ধান্ত জানাবে না বলেও ঘোষণা করেছে।#

পার্সটুডে/এসএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।