নরওয়ের ফ্যালকন-২০’র গতিবিধি আটকে দিল রাশিয়ার মিগ-৩১
(last modified Wed, 05 Aug 2020 04:29:38 GMT )
আগস্ট ০৫, ২০২০ ১০:২৯ Asia/Dhaka
  • রুশ বার্তা সংস্থা তাসের খবরে গতিবিধ আটকে দেয়া বিমানের এই ছবি প্রকাশিত হয়েছে
    রুশ বার্তা সংস্থা তাসের খবরে গতিবিধ আটকে দেয়া বিমানের এই ছবি প্রকাশিত হয়েছে

রাশিয়ার একটি মিগ-৩১ জঙ্গিবিমান নরওয়ে বিমান বাহিনীর একটি ফ্যালকন-২০ গোয়েন্দা বিমানের গতিবিধি আটকে দিয়েছে। গতকাল (মঙ্গলবার) ব্যারেন্টস সাগরের নিরপেক্ষ পানিসীমার আকাশে এ ঘটনা ঘটেছে বলে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্র জানিয়েছে।

ওই কেন্দ্রের এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা ‘তাস’ এ খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা ২০২০ সালের ৪ আগস্ট ব্যারেন্টস সাগরের আকাশে চলমান একটি লক্ষ্যবস্তুকে রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে যেতে দেখতে পায়। এ সময় রাশিয়ার উত্তরাঞ্চলীয় বহরের একটি মিগ-৩১ জঙ্গিবিমান দ্রুততার সঙ্গে লক্ষ্যবস্তুটিকে আটকে দেয় এবং এটির চলার গতিপথ পরিবর্তন করে দেয়।

রাশিয়ার একটি মিগ-৩১ জঙ্গিবিমান (ফাইল ছবি)

বিবৃতিতে আরো বলা হয়, রাশিয়ার যুদ্ধবিমানটির পাইলট লক্ষ্যবস্তু থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে দেখতে পায় সেটি নরওয়ে বিমান বাহিনীর একটি ফ্যালকন-২০ গোয়েন্দা বিমান।

তাস বার্তা সংস্থার খবরে এ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সদস্য নরওয়েকে রাশিয়া ঐতিহ্যগত শত্রু বলে মনে করে। #  

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।