‘জেনারেলরা আমাকে জানিয়েছেন এটি বোমা হামলা’
(last modified Wed, 05 Aug 2020 06:21:59 GMT )
আগস্ট ০৫, ২০২০ ১২:২১ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবাননের রাজধানী বৈরুতে গতকাল যে বিস্ফোরণ ঘটেছে তা কোন কারখানার বিস্ফোরণ নয় বরং এটি কোনো না কোনোভাবে বোমা হামলা।

লেবাননের নেতারা যখন বলছেন, বৈরুত বন্দরের কাছে সংরক্ষিত উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক গুদামে বিস্ফোরণ ঘটেছে তখন ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন।

গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননকে যেকোনো ধরনের সাহায্যের জন্য আমেরিকার প্রস্তুতির কথা জানিয়ে বলেন, এটি যেকোনভাবেই হোক সন্ত্রাসী হামলা।

বৈরুতে বিস্ফোরণ

বিস্ফোরণ সম্পর্কে প্রসেডেন্ট ট্রাম্পের ধারণা কি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন “আমি আমেরিকার কয়েকজন জেনারেলের সঙ্গে আলাপ করেছি এবং তারা আমাকে বলেছেন এটি কোনো কারখানার বিস্ফোরণ নয় বরং এটি একটি বোমা হামলা।

বিস্ফোরণের পর আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের লোকজন

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই গুদামে ছয় বছর ধরে ২৭৫০ টন নাইট্রেট বিস্ফোরক ছিল যা মোটেই গ্রহণযোগ্য নয়। এছাড়া লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, বিপজ্জনক গুদামে প্রাণঘাতী বিস্ফোরণের জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।#

পার্সটুডে/এসআইবি/৫