সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে সম্মত চীন ও পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i82441-সকল_ক্ষেত্রে_সহযোগিতা_শক্তিশালী_করতে_সম্মত_চীন_ও_পাকিস্তান
পারস্পরিক স্বার্থ রক্ষা ও সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন। চীনের হাইনান প্রদেশে গতকাল (শুক্রবার) স্বাগতিক দেশের পররাষ্ট্ররমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২২, ২০২০ ০৭:১৭ Asia/Dhaka
  • সকল ক্ষেত্রে সহযোগিতা শক্তিশালী করতে সম্মত চীন ও পাকিস্তান

পারস্পরিক স্বার্থ রক্ষা ও সকল ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে সম্মত হয়েছে পাকিস্তান ও চীন। চীনের হাইনান প্রদেশে গতকাল (শুক্রবার) স্বাগতিক দেশের পররাষ্ট্ররমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

দুই পররাষ্ট্রমন্ত্রী এদিন দ্বিতীয় দফা কৌশলগত সংলাপে মিলিত হন। বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন কোরেশি এবং ওয়াং ই।

চীনের হাইনান প্রদেশে ওয়াং ই'র সঙ্গে সাক্ষাত করেন খুরশিদ মেহমুদ কাসুরি

দুই পররাষ্ট্রমন্ত্রী এক মেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থার বিরোধিতা করে বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থার প্রতি জোর সমর্থন জানান। তারা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি এ অঞ্চলে সৃষ্ট যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মির সমস্যার সমাধানের পক্ষে কথা বলেন। তিনি ইরানের বিরুদ্ধে জাতিসংঘের মাধ্যমে নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টারও ঘোর বিরোধিতা করেন।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।