অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দিলেন জাপানের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i82611-অসুস্থতার_কারণে_পদত্যাগের_ঘোষণা_দিলেন_জাপানের_প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন। সেদেশের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি তার পদত্যাগের আবেদনে আনুষ্ঠানিকভাবে সাড়া দেওয়ার পর তিনি আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৮, ২০২০ ১৫:৫০ Asia/Dhaka
  • শিনজো আবে
    শিনজো আবে

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেছেন। সেদেশের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি তার পদত্যাগের আবেদনে আনুষ্ঠানিকভাবে সাড়া দেওয়ার পর তিনি আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

এর আগে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক জরুরি সভায় স্বাস্থ্যগত কারণে নিজের পদত্যাগের ইচ্ছার কথা জানান ৬৫ বছর বয়সী শিনজো আবে। 

এরপরই দলের পক্ষ থেকে তার ইচ্ছার প্রতি সম্মান জানানো হয় এবং তার আবেদনে সাড়া দেওয়া হয়। জ্যেষ্ঠ আইনপ্রণেতা ও আবের ঘনিষ্ঠ বন্ধু তমোমি ইনাদা বলেছেন, উত্তরসূরি না পাওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন আবে। ক্ষমতাসীন দলের মধ্যে নির্বাচনে উত্তরসূরি খোঁজা হবে। 

শিনজো আবের জায়গা কে নেবেন, সে বিষয়টি এখনো পরিষ্কার হয়নি। স্বাস্থ্যগত কারণে বেশ কয়েক দিন ধরেই আবের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। বেশ কিছুদিন ধরে অসুস্থ আবের স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে। 

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ১৬ আগস্ট সকালে টোকিওর একটি হাসপাতালে ভর্তি হন। জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী শিনজো আবে।

২০১২ সাল থেকে একটানা জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে ২০০৬ সালেও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন আবে, তবে সে সময় এক বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেননি।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।